সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ব্রাহ্মন’কে পিটিয়ে গুরুত্ব আহত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ গত শুক্রবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের এক ব্রাহ্মনকে পিটিয়ে গুরুত্ব আহত করেছে। উপজেলার জগন্নাথপুর (তুষকুটা) গ্রামের মৃত নরেন্দ্রনাথ চক্রবর্তী’র পুত্র ব্রাহ্মন ব্রজেন চক্রবর্তী ওরফে কিনা(৪৫) প্রতিদিনের ন্যয় ব্যায়াম করার উদ্দেশ্যে উপজেলার সঙ্গীতা মোড় থেকে কেন্দুয়া গ্রামের দিকে যাবার সময় ওৎ পেতে থাকা উপজেলার রামপুর গ্রামের আঃ রহিমের পুত্র ফারুক(৩০) ব্রাহ্মনকে পথরোধ করে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায় বলে ব্রাহ্মনের স্ত্রী স্কুল শিক্ষিকা ববিতা রাণী জানান। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় ওই ব্রাহ্মনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। পরে এলাকাবাসী ফারুক’কে উত্তম মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ব্রাহ্মনের পরিবার সূত্রে জানা গেছে।