সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে মাদকসেবী সন্তানকে পুলিশের নিকট সোপর্দ করলে মা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ দিনাজপুরের নবাবগঞ্জে ১৮ই অক্টোবর মাদকসেবী সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের নিকট সোপর্দ করলেন মা জাহানারা বেগম। উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামের সাইদুল ইসলামের পুত্র জামিরুল হক(৩০) মাদক সেবন করে পরিবারের স্ত্রী-সন্তান, পিতা-মাতাকে অতিষ্টি করে তুলেছিল। এতে বাধ্য হয়ে মা জাহানারা বেগম নিজেই মাদকসেবী সন্তানকে পুলিশের নিকট সোপর্দ করলেন। এ সময় অশ্রুসজল চোখে মা জাহানারা জানান- তার সংশোধনের জন্য এ উদ্দ্যোগ নিয়েছি। ওই ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা আঃ আজিজ সরকার জানান- প্রায় জামিরুল মাদক সেবন করে শুধু তার পরিবারেই নয় পাড়া-প্রতিবেশীদের সাথেও খারাপ ব্যবহার করত। এ বিষয়ে জামিরুলের সাথে কথা বলা হলে সে জানায়- এলাকার মাদকসেবী সঙ্গীদের খপ্পরে পড়েই এ পথ বেছে নিয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান- তাকে আটক করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।