বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে বুধবার সকালে ফিজুর আকন্দ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। তাকে কে বা কারা হত্যা করে ভাদুরিয়া ইউনিয়নের কয়রাপুর গ্রামের নিকট তুলশীগঙ্গা নদীর ধারে ফেলে রেখে যায়।  ফিজুর আকন্দের পিতা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ওই গ্রামের সাত্তার হাজীর ছেলে বাবু হাজী ফিজুরকে ঘর পাহারার কথা বলে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসী তার লাশ তুলশীগঙ্গা নদীর পাড়ে দেখতে পেয়ে তাকে খবর দিলে সে জানতে পারে তার ছেলেকে কে বা কারা খুন করে ফেলে রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন আছে। লাশ ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ত্ততি চলছিল।

Spread the love