দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সোমবার সকালে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে শক্তিশালী করণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজাউল বারীর সভাপতিত্বে ওই কর্মশালায় কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য কারিগরী সহায়তা প্রদানসহ কমিউনিটি গ্রু্রপকে শক্তিশালীকরণ কার্যক্রমের অর্ধ বার্ষিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। ল্যাম্ব পার্বতীপুর এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশীপ-এর মাধ্যমে রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (আরসিএইচসিআইবি)’’ প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে অধিকতর বেগবান করার লক্ষ্যে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন , বিশেষ অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) সেলিনা খাতুন, মেডিকেল অফিসার ডাঃ নাজিম উদ্দিন, ল্যাম্বের টেকনিক্যাল কো-অডিনেটর মোঃ আঃ হালিম, টেকনিক্যাল অফিসার মোছাঃ সুলতানা রাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।