
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা মৌলভীপাড়ার মৃত শরিফুল ইসলামের মেয়ে শরিফা। মাটির ভাঙ্গা ঘরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে বসবাস তার। শরিফা অদম্যের মেধার পরিচয় দিয়েছে। বাড়ী সংলগ্ন হলাইজানা ফাজিল মাদ্রাসা থেকেই লেখাপড়া শুরু শরিফার। দারিদ্রতা আর অভাব-অনটন একজন মেধাবী শিক্ষার্থীকে জীবনের পিছু হটাতে পারে না তার উজ্জ্বল দৃষ্টান্ত শরিফা। গ্রামবাসী জানায়- বাবা এলাকার বিভিন্ন খাল-বিলে দেশীয় প্রজাতির মাছ আহরণ করে আর আহোরিত ওই মাছ বাজার বিক্রি করে শরিফা। বিক্রয়লব্ধ দিয়েই চাল-ডাল ক্রয় করে চলে বাবার সংসার। মেয়ে সন্তানও যে পিতা মাতার সংসারে লেখাপড়ার পাশাপাশি বাড়তি শ্রম দিতে পারে এরও দৃষ্টান্ত শরিফা। পরিবার থেকে বার বার চাপ আসছিল লেখাপড়া যেন ছেড়ে দিয়ে বাবার দারিদ্র কুটিরে পারিবারিক কাজেই সহায়তা করা হয়। সমাজে অনেক মানুষ আছে, টাকা আছে, সম্পদ আছে, নেই ভালো কাজের উদ্দ্যেগ। শরিফা প্রতিজ্ঞা করল, যে বাবা মাছ আহরণ আর পরের বাড়ীতে মজুরী খাটিয়ে সংসার চালাতো কিন্তু বিধিবাম সে বাবাও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অর্থ আর চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শরিফার চোখে অন্ধ পৃথিবী। কে এই অসহায়ের পেছনে ছায়া হয়ে দাঁড়াবে। লেখাপড়া তো দূরের কথা দু’মুঠো মোটা ভাত, মোটা কাপড় কে দিবে? সবকিছু উত্তীর্ণ হয়ে শরিফা চালিয়ে যায় তার লেখাপড়া। এমএম ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে সে। হঠাৎ একদিন মুঠোফোনে সংবাদ আসে ইলেকট্রিক মিডিয়ার ওই গ্রামের সাংবাদিক হাসান মেজবার নিকট থেকে। সে জানায়- শরিফার জীবনযাত্রা আর লেখাপড়ার অবস্থা। মিডিয়াকর্মী এস.এম আলমগীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ’কে সাথে নিয়ে শরিফার বাড়ীতে গিয়ে নির্বাহী অফিসার শরিফার লেখাপড়ার যাবতীয় ব্যয়ভার বহন করার অঙ্গীকার করে উপজেলা সদরে মহিলা ডিগ্রী কলেজে ভর্তি করে দেয়। ওই কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম জানান- শরিফার মত মেধাবী সম্ভাবনা পেয়ে তার প্রতিষ্ঠান শিক্ষার মশাল জ্বালিয়ে এগিয়ে যাবে একধাপ। শরিফা এখন মহিলা ডিগ্রী কলেজের আবাসিক হোস্টেলে অবস্থান করে লেখাপড়া করছে। গতকাল বুধবার ওই কলেজে উপজেলা পর্যায়ে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করণে শুভ উদ্বোধন অনুষ্ঠানে শরিফার অদম্য মেধা আর জীবনযাত্রার করুন ইতিহাস প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নিকট পেশ করা হলে তিনি তৎক্ষনাত তোর গোটা জীবনের শিক্ষার ব্যয়ভার বহনসহ গ্রামের বাড়ী নির্মাণের জন্য ৫০ হাজার টাকা শরিফার হাতে তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, সংসদ সদস্যের সহধর্মিনী ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা, ওই কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, কারিগরি কলেজের অধ্যক্ষ আবুহেনা মোস্তফা কামাল, আ’লীগ নেতা মোঃ আমির হোসেন, সাদেকুল ইসলাম, শাহ্ আলমগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানা পরিদর্শক (তদন্ত) আঃ হাকিম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, দৈনিক প্রথম আলো বিরামপুর প্রতিনিধি এস.এম আলমগীর প্রমুখ। শীরফার সাথে যোগাযোগ করা হলে সে জানায়- যেহেতু বাবার মৃত্যু হয়েছে দুরাগ্যে ব্যধিতে, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।