রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সাংবাদিকদের সাথে বজ্রশক্তির মতবিনিময়

আতিকুল ইসলাম চৌঃ,নবাবঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দৈনিক বজ্রশক্তি ও হেযবুত তওহীদ আন্দোলনের উদ্যোগে ‘‘সকল ধর্মের মর্মকথা সবার উর্ধে মানবতা’’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মো: রুহুল আমিন সভাপতি উপজেলা প্রেসক্লাব(মোহনা টিভি), সভায় উপস্থিত ছিলেন, মো: আক্কাস আলী নিজস্ব প্রতিনিধি দৈনিক বজ্রশক্তি,মো:হাফিজুর রহমান সাধারণ সাম্পাদক উপজেলা প্রেসক্লাব,মো:রবিউল এসলাম নিজস্ব প্রতিনিধি দৈনিক বজ্রশক্তি,মো: আলিমুল রাজি উপদেষ্টা উপজেলা প্রেসক্লাব, মো:আনিছুর রহমান (বাংলাদেশ সময়),ও মো:আতিকুল ইসলাস চৌধুরী (দৈঃ ভোরের পাতা),সহ আরও সাংবাদিক বৃন্দ।বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় দাবি করা হয় যে ‘‘শত হাজার বছর আগের সত্য উদ্ভাসিত হলে তা সত্যই,আর হাজার বছরের মিথ্যা তা মিথ্যাই।যামানার এমাম মোহাম্মদ বায়াজীদ খান পনীণ সেই সত্যই মানবজাতির সামনে তুলে ধরেছেন। তিনি আরো বলেন গণমাধ্যম জনগণের কাছে তথ্য বা সংবাদ পৌঁছানোর আধুনিকতম পদ্ধতি। একটি জনগোষ্ঠী কোন দিকে পরিচালিত হবে, মানুষ কী চিমত্মা করবে সেটি বর্তমান যুগে গণমাধ্যমে পরিবেশিত তথ্যের দ্বারাই অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। তাই জাতির গতিপথ নির্ধারণে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা একদিকে যেমন জাতির কাছে দায়বদ্ধ, তেমনি নিজের বিবেক এবং স্রষ্টার নিকটও দায়বদ্ধ। সমাজ-সচেতন সংবাদকর্মীদের সহায়তায় জাতি উন্নতির শীর্ষে আরোহণ করতে পারে, আবার হলুদ সংবদাকর্মীদের দ্বারা বিভ্রামত্ম হয়ে জাতির সীমাহীন অবক্ষয় ঘটতে পারে। সাংবাদিকরা জাতির বিবেক হিসাবে মানুষের সামনে ন্যায়-অন্যায়ের মানদ- উপস্থাপন করে। মুক্তিযুদ্ধসহ জাতির প্রতিটি ঐতিহাসিক মাইলফলক নির্মাণে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিটি উদ্যোগের একজন উদ্যোক্তা থাকে, প্রতিটি শিক্ষার একজন শিক্ষক থাকে। আমরা এই যে নতুন ধারার প্রবর্তন করতে চাচ্ছি, আমাদেরও একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে স্রষ্টার পরিচয় শিক্ষা দিয়েছেন, মানবজীবনের প্রকৃত লক্ষ্য ও সার্থকতা কীসে তা শিক্ষা দিয়েছেন। তিনি হচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত পন্নী পরিবারের সন্তান এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। তাঁর পরিবারের স্বর্ণোজ্জ্বল গৌরবগাথা ইতিহাসের পাঠক মাত্রই জানেন। সুলতানী যুগে, মোঘল আমলে তাঁর পূর্ব পুরুষগণ ছিলেন বৃহত্তর বঙ্গের স্বাধীন সুলতান। বাংলাদেশের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতির সঙ্গে এই পরিবারের কীর্তি এক সূত্রে গাঁথা। বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান ছিলেন এমামুয্যামানেরই পূর্বপুরুষ দাউদ খান পন্নী, যিনি দাউদ খান কররানী নামে ইতিহাসে সমধিক পরিচিত বলেও দাবি করেন দৈনিক বজ্রশক্তির প্রতিনিধিরা।

Spread the love