বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৫ মাসেও উদ্ধারকৃত ট্রাকের মালিকের সন্ধান মিলে নাই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকা থেকে পুলিশের উদ্ধারকৃত ট্রাকের মালিকের সন্ধান ৫ মাসেও মিলে নাই। নং ঢাকা মেট্রো-ট-১৪-৫৪০০ ট্রাকটি এখন নবাবগঞ্জ থানা হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় গত ১৬ জুন বিকালে উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এস আই মিজানুর রহমান ট্রাকটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে তার দপ্তরে সাধারন ডায়রী নং ৩৫০ তাং ১৬/৬/১৩ ইং দায়ের করেন। এরপর বিষয়টি তিনি বিভিন্ থানায় বার্তা প্রেরন সহ বি আর টি এ-তে খোজ খবর নেন। তাতে ওই ট্রাকের মালিকের কোন সন্ধান পাওয়া যায় নাই। লাখ লাখ টাকার মূল্যের ওই ট্রাকটি সেখানে কে রেখে গেল আর কেনই বা রেখে গেল তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান প্রথমে তারা ভেবেছিল কেউ হয়তো ট্রাকটি সেখানে নিরাপদে রেখেছিল। কিন্তু বেশ কিছুদিনেও যখন ট্রাকটি সেখান থেকে কেউ নিয়ে যাচ্ছে না বা দেখতেও আসে না তখন তারা ফাঁড়ী পুলিশ কে বিষয়টি অবগত করে। পুলিশ জানতে পেরে ট্রাকটি উদ্ধার করে।