শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৭৬ টি মন্দিরে জি.আর এর চাল বিতরণ

মোঃ আব্দুল মান্নান, নবাবগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ৭৬টি মন্দিরে শারদীয় দুর্গাপুজা মন্ডবের সভাপতি/সম্পাদকদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় থেকে প্রদত্ত জি,আর-এর চাল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে দিনাজপুর- ৬ আসনের এম,পি মোঃ শিবলী সাদিক চালের ডিও হস্তান্তর করে।

শনিবার বেলা ১১টায় এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেন, মোঃ শাহ আলীমগীর, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ জিয়াউর রহমান মানিক, যুগ্ন সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান প্রতিটি মন্দিরে প্রায় ৫শ কেজি করে মোট ৩৮ মোঃ টন চাল প্রদান করা হয়েছে। এছাড়াও এমপি মোঃ শিবলী সাদিক ব্যক্তি গত ভাবে ১ হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা প্রদান করেন।