সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৯ লক্ষাধিক টাকার ইজারার দরগা হাট বসে রাস্তার উপরে

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের অন্তর্গত ৯ লক্ষাধিক টাকার ইজারার হাট বসে রাস্তার উপরে। এতে করে ক্রেতা-বিক্রেতারা ঝুকি নিয়ে ক্রয় বিক্রয়ের কাজ করে আসছে। রাস্তার উপরে হাট বসায় দ্রুত চলাচল যানবাহনকে ওই স্থানে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সৃষ্টি হয় যানজটেরও। হাটটির জায়গা স্বল্পতার কারণে বিরামপুর-ঘোড়াঘাট ব্যস্ততম রাস্তার দুপাশ ঘেষা বসা ওই হাটের দোকানের খুব নিকট দিয়ে চলাচল করে যানবাহন। অপরদিকে দলারদরগা- হাকিমপুর সড়কে বসে মাছ সহ নানা তরিতরকারির দোকান। ফলে ওই পথে চলাচলকারীদের দূর্ভোগ পোহাতে হয়। মাংস বিক্রির জায়গার টিনের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মাংস বিক্রি হয়ে আসছে। হাটসেড ২টি নানা জন দখল করে রেখেছে। লাখ লাখ টাকায় হাটটি প্রতিবছর ইজারা হলেও হাটের তেমন উন্নয়ন হয় নাই। বাজারে রাস্তার দুধারে এমন ভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে যেখান দিয়ে সাধারন মানুষের চলাচল করা দুস্কর হয়ে পড়েছে। স্থানীয়রা জানান এসব ব্যাপারে উপজেলা আইন শৃঙ্খলা সভায় বার বার উত্থাপন করার পরও কেউ কোন প্রতিকারের ব্যবস্থা গ্রহন করেন নাই। কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে অবেধ স্থাপনা সরে নেয়ার জন্য মাইকিং করলেও পরে আর কিছু হয়নি। উল্লেখ্য চলতি বাংলাসনে ৯লাখ ১৮ হাজার ৫০০ টাকায় হাটটি ইজারা দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে।