বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জ ইউএনওকে পিটানোর ঘটনায় ২ যুবলীগ নেতা গ্রেফতার

Policeদিনাজপুর প্রতিনিধি : নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনকে পিটানো ও সরকারী অফিস ভাংচুর ঘটনায় যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-নবাবগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল মান্নান (৪০) ও উপজেলা যুবলীগ সদস্য আলম মিয়া (৩৭)।

আটক মান্নান নবাবগঞ্জের উত্তর শ্যামপুরের মৃত বজিরউদ্দিনের পুত্র এবং আলম মিয়া বড় মাগুড়া বালুয়ার গ্রামের মশিরউদ্দিনের পুত্র।

গত বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার আব্দুর রহমান বাদী হয়ে মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৯ জন নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে আহত করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় তার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন। এতে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনকে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার আব্দুর রহমান বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের চার নেতার নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ কবীর জানান, অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love