বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জ থানা হেফাজতে ঝালকাঠির স্কুল ছাত্রী হালিমা

দিনাজপুর প্রতিনিধি ॥ প্রেমের টানে ঘর ছেড়ে নবাবগঞ্জ থানা হেফাজতে রয়েছে ঝালকাঠি জেলা সদরের গাভা হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ও বীর মহল গ্রামের ইউনুস রাড়ীর মেয়ে হালিমা খানম। পুলিশ তাকে গত বুধবার রাতে উপজেলার ভাদুরিয়া  এলাকা থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উদ্ধার করে।  হালিমা জানায় প্রায় এক মাস পূর্বে নবাবগঞ্জ উপজেলার হেলেঞ্চা গ্র্রামের  মোজাফ্ফর নামে একজনের সাথে তার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মোজাফ্ফর তাকে ঢাকায় যেতে বললে সে বাড়ীর কাউকে না জানিয়ে ঢাকার গাবতলীতে যায় এবং প্রেমিক মোজাফ্ফরের সাথে দেখা করে। এরপর মোজাফ্ফর হালিমাকে নিয়ে নিজ এলাকা নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়াতে নিয়ে এসে তাকে একা রেখে গা ঢাকা দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। পুলিশ জানায় হালিমার অভিভাবককে সংবাদ দেয়া হয়েছে এবং তারা আসছে।

Spread the love