জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সদ্য সমাপ্ত দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি এম রফিক, সাধারন সম্পাদক ফজলে রাববীসহ সকল বিজয়ী শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় হুইপ ইকবালুর রহিম বলেন, শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে নির্বাচিত প্রতিনিধিরা তাদের সমউপযোগি পদক্ষেপ গ্রহন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের অগ্রনী ভুমিকা থাকবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। বিবৃতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গনতান্ত্রিক পন্থায় এ নির্বাচন দিনাজপুরের যে কোন নির্বাচনে মডেল হিসাবে কাজ করবে। তিনি নির্বাচিত কমিটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা সম্মলিত ভাবে কাজ করে শ্রমিকদের অধিকার উন্নয়ন ও দিনাজপুরের সাধারন মানুষের কল্যানে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বার্তা প্রেরকঃজিন্নাত হোসেন