দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশসহ সকল দেশেই খাদ্য ঘাটতি মোকাবেলাই চলছে খাদ্য ও উৎপাদন বৃদ্ধি। চলছে বিভিন্ন মূখী গবেষনা। খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে বাংলাদেশেও চলছে বিভিন্ন মূখী গবেষনা এবং বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধিতে সরকারি/বেসরকারী প্রতিষ্ঠানের নানা উদ্যোগ।
সেই প্রচেষ্ঠা ও সম্ভবনাকে কাজে লাগিয়ে কৃষকদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে, নশিপুর পাট বীজ উৎপাদন ও গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে নশিপুর পাট বীজ উৎপাদন ও গবেষনা কেন্দ্রের প্রধান কর্মকর্তা কৃষিবিদ আরজু মিয়া এস এস ও (সিসি),এর সঙ্গে তার অফিস কক্ষে কথা হলে প্রধান কর্মকর্তা জানান, পাট আঁশ ফসলের জন্য বিনামূল্যে পাট বীজ বিতরন কর্মসূচী গ্রহন করা হয়েছে। প্রতি প্লটের সাইজ ৩৩ ডিসি মাল প্লটের সংখ্যা দেশী ১০টি, তোষা ১০০টি কেনাফ ১০ টি । মোট ১২০ কেজি উন্নত জাতের পাট বীজ কৃষকদের মাঝে বিনা মূল্যে এ চলতি বছর বিতরন করা হবে। এ ছাড়াও উন্নত জাতের নাবী পাট বীজ উৎপাদন কর্মসূচীর মধ্যে দিনাজপুর জেলার মোট ৬০০ জন প্রকৃত কৃষকের মাঝে জুলাই ও আগষ্ট মাসে উন্নত জাতের নাবী পাট বীজ উৎপাদনের লক্ষে প্রত্যেক চাষীকে তাদের ১০ শতাংশ জমিতে নিজের চাহিদা মত পাট বীজ উৎপাদনের জন্য প্রত্যেককে ২০০ গ্রাম করে পাট বীজ বিনা মূল্যে সরবরাহ করা হবে। অপর দিকে পাট কাটার পর পাট নিয়ে কৃষকদের পানীর অভাবে অনেক সমস্যার পরতে হয়। তা নিরশনে ১০০ জন কৃষককে বিনামূল্যে পাট ছড়ানো ও পচানো সহায়তা যন্ত্র ‘‘রিবনার’’ প্রদানের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ ছাড়াও পাট বীজ উৎপাদন ও গবেষনা কেন্দ্রে চলতি মৌসুমে ৩ একর জমিতে উন্নত জাতের ‘‘ব্রিডার ’’পাট বীজ ১০ একর, ‘‘নাবী’’ পাট বীজ ১ একর এবং ‘‘কেনাফ’’পাট বীজ উৎপাদনের লক্ষে মাত্রা হাতে নেওয়া হয়েছে বলে প্রধান কর্মকর্তা আরজু মিয়া সাংবাদিকের কাছে তার প্রকল্পের কর্মকান্ড তুলে ধরেন।