শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নশিপুর স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধান প্রদান

এফ রহমান বাবু : দিনাজপুর নশিপুর স্কুল এন্ড কলেজ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধান প্রদান করা হয়েছে। ‘‘প্রেরনার উৎস’’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে। স্কুলের সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৫২ জন ছাত্র-ছাত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে নশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি’র এর সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেণ দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথি ফরিদুল ইসলাম সংবর্ধান অনুষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত না থাকায় আমি হতাশা প্রকাশ করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, নশিপুর বিএডিসির উপ-সহকারী পরিচালক মোঃ সারোয়ার আলম, আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী উপদেষ্টা অশোক কুমার রায়, রহিমা এন্টারপ্রাইজের প্রোঃ আলহাজ্ব রাজেদুর রহমান, নশিপুর বিএডিসির যুগ্ম পরিচালক প্রকাশ কান্তি মন্ডল, নশিপুর স্কুলের অধ্যাপক মোঃ গোলাম হোসেন, নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা আক্তার, দিনাজপুর পাট গবেষনা ইন্সটিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আরজু মিঞা। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেরনার উৎস সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রিজু।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন প্রেরণার উৎস সংগঠনের প্রতিষ্ঠাতা সুরুজ জামান ও গীতা পাঠ করেন স্কুলের নবম শ্রেনীর ছাত্রী পুষ্প রানী।

সংবর্ধনায় শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধান শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার ৪র্থ বারের মত ‘‘প্রেরণার উৎস’’ আয়োজিত এ সংবর্ধনায় সহযোগীতা করেছে রুবী ফার্মেসী, মেসার্স রহিমা এন্টারপ্রাইজ ও শরীফ মেডিকেল ষ্টোর।

 

Spread the love