
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের প্রধান মসজিদে দফায় দফায় বোমা হামলায় ১২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৭০ জন আহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। কিন্তু সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১২০ জন।
গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে ২ আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীরা এ হামলা চালায়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরির একটি মসজিদ ও স্থানীয় বাজারে পেতে রাখা ছয়টি বোমা নিষ্ক্রিয় করে আরও হামলার প্রচেষ্টা পুলিশ ব্যর্থ করে দিয়েছে। তবে কেউ এখনো হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা সাধারণত এ ধরনের হামলার জন্য উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে দায়ী করে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা হামলায় অনেকে হতাহত হয়েছে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পরই গুলির আওয়াজ পাওয়া যায়। পুলিশ প্রাণহানির সংখ্যা আরও কম বললেও ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদদাতারা জানিয়েছেন, মৃতের সংখ্যা কমপক্ষে ১২০। হামলার সময় ওই মসজিদে থাকা একজন সাংবাদিক জানান, জুমার নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে ঢুকে পড়ার চেষ্টা করে। তখনই কিছু লোক এ অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ করে। তিনি বলেন, তারা যখন তাকে মসজিদে ঢুকতে বাধা দিচ্ছিল, তখনই প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। অনেকে ধারণা করছেন, বোকো হারামের সদস্যরাই এ হামলা চালিয়েছে। মসজিদটি কানো শহরের আমির মোহাম্মাদ সানুসির প্রাসাদসংলগ্ন, যিনি গত সপ্তাহেই জনগণের প্রতি বোকো হারামকে প্রতিহত করার ডাক দিয়েছিলেন।
কানো প্রদেশের যৌথ বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইকেচুকু এজে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মসজিদে জুমা নামাজের খোতবা শোনার জন্য শত শত মুসল্লি জড়ো হয়েছিলেন। রাজধানী আবুজা থেকে ৪২৩ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটি। আমিনু আবদুল্লাহি নামে এক মুসল্লিা জানান, কয়েক সেকেন্ডের মধ্যে মসজিদের ভেতরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে এবং ৩য় টি রাস্তায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য হামলার আশংকায় পুলিশ গুলি ছোঁড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানান, আহতদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।