
প্রেস বিজ্ঞপ্তি : নাটক ও চলচিত্রের স্যুটিং হচ্ছে বীরগঞ্জ ও খানাসাময়। চাপাকাটা চাপাবাজ নামে একটি নাটকের স্যুটিং দিয়ে শুধু হয়েছে উত্তরণ মিডিয়া এন্ড একাডেমির কার্যক্রম। স্যুটিং দেখার জন্য হাজার হাজার সাধারণ মানুষ ভীর করছে। স্যুটিং ইউনিটে খানসামা, বীরগঞ্জ সহ কান্তজিউ মন্দির, নিল সাগর ও ১০ নং মোহনপুর ইউনিয়নের আম্রকাননে স্যুটিং হয়েছে। চাপাকাটা চাপাবাজ নামে এ নাটক। এতে অভিনয় করেন সিদ্দিকুর রহমান, কালা আজিজ, সবনম পারভিন, সিরাজ হায়দার, হাসান, ঝিলিক হোসেন, শিলা, শান্ত, ইব্রাহিমসহ আরো অনেকে। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম আলম।
বার্তা প্রেরক
শামীম আলম রুমি
মোবাইলঃ ০১৯২৭২৯৩২২০