শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নাটোরে বাসের মুখোমুখি সংঘর্ষে ২০জন নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে  বাসের সংঘর্ষে ২০জন নিহত হয়েছেন । আহত হয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি ।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া মহাসড়ক থানার ওসি ফুয়াদ হাসান জানান, বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের রেজির মোড় এলাকায় কেয়া পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ২০ যাত্রী নিহত হয়েছেন বলে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

Spread the love