শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যূ

রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধিঃ নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মর্মামিত্মক মৃত্যূ হয়েছে। গতকাল বুধবার বিকেল প্রায় ৫ টার সময় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কালিকাপুর গ্রামে মর্মামিত্মক এই ঘটনাটি ঘটে। জানাগেছে, উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার গ্রামের জনৈক হামিদুল ইসলামের কন্যা দিপা (৫) একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন গতকাল দিপা সমবয়সীদের সাথে নানার বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুর ধারে খেলতে যায়। খেলার সময় অসাবধানতায় সে পুকুরে পড়ে গেলে দিপার খেলার সাথীরা চিৎকার দেয়। প্রতিবেশী আত্বীয়স্বজন ছুটে এসে দিপাকে পুকুর হতে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।