শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে হলে অর্থনৈতিক মুক্তি প্রয়োজন- যুব উন্নয়ন ডিডি

দিনাজপুর প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদার বলেছেন, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে হলে অর্থনৈতিক মুক্তি প্রয়োজন। সর্বক্ষেত্রে নারীকে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে এবং নিজেকে স্বনির্ভর করে গড়ে তুলতে দক্ষতা ও প্রশিক্ষণ জরুরী।

গতকাল বৃহস্পতিবার মহুয়া মুন্সিপাড়াস্থ নিজস্ব কার্যালয় মহুয়া সংস্থা আয়োজিত ও যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর এর সহযোগীতায় সপ্তাহব্যাপী ব্লক বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী বেগম মেহেরুন নেছা ছবি। স্বাগত এবং সংস্থার কার্যক্রম তুলে বক্তব্য রাখেন মহুয়া সংস্থার নির্বাহী পরিচালক বেগম নুরুনাহার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্রেডিট সুপারভাইজার মোঃ আশরাফুল আলম।