দিনাজপুর প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) ঠাকুরগাঁও আয়োজিত মহিলা বিষয়ক অধিদপ্তরের সভা কক্ষে নারী নেতৃবৃন্দদের নিয়ে যহ্মা নিয়ন্ত্রণে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও’র কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহেদুজ্জামন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও নাটাব সদস্য মোঃ শামসু জ্জোহা। প্রকল্প বিষয় নিয়ে আলোচনা করেন নাটাব প্রনিতিধি মোঃ কাওছার উদ্দীন। বক্তারা বলেন দেশে প্রতি বছর প্রতি লাখে ২২৫ জন নতুভাবে যহ্মা রোগী আক্রান্ত হয়। এর মধ্যে ৭০ থেকে ৮০ ভাগই দরিদ্র। বছরে যহ্মার কারণে প্রতি লাখে ৪৫ জন মারা যায়। যক্ষা রোগী সনাক্ত করণে ও যহ্মা নিয়ন্ত্রণে নারী সমাজের যথেষ্ট ভূমিকা রয়েছে।