
দিনাজপুর প্রতিনিধি : নারী পাচার, নারী নির্যাতন,ধর্ষন এবং অপহরন এর মুল কারন নারীদের আজ পন্য হিসেবে বিভিন্ন বিজ্ঞাপনে কুৎসিত ভাবে উপস্থাপন করা হচেছ। এ অপসংস্কৃতি ও অশ্লীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও অশস্নীল পোষ্টার এবং পত্রিকায় অগ্নিসংযোগ করেছে নারী মুক্তি কেন্দ্র দিনাজপুর জেলা শাখা।
মঙ্গলবার সকাল ১১টায় নারী মুক্তি কেন্দ্র দিনাজপুর জেলা শাখার ব্যানারে অশ্লীল-নোংরা পত্রিকা ও পোষ্টারে অগ্নিসংযোগ কর্মসুচী সফল করতে দিনাজপুর প্রেসক্লাব এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে প্রেসক্লাবে শেষ হয়।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে আরজু হকের সভাপত্বিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী মর্জিনা। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খানসামা থানা শাখার সভাপতি সাজ্জাত হোসেন আপেল, দিনাজপুর জেলা ছাত্রফ্রন্টের সভাপতি এএসএম মনিরুজ্জামান মনির ও সাদেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, নারী পাচার, নারী নির্যাতন,ধর্ষন এবং অপহরন এর মুল কারন নারীদের আজ পন্য হিসেবে বিভিন্ন বিজ্ঞাপনে কুৎসিত ভাবে উপস্থাপন করা হচেছ।
তিনি বলেন , এ অশ্লীলতা রোধে সম্মিলিতভঅবে সকলকে এগিয়ে আসা উচিত। এই সমাবেশ শেষে অশ্লীন পোষ্টার,পত্রিকায় অগ্নিসংযোগ করা হয়।