সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নাশকতার প্রস্তুতিকালে গাইবান্ধার জামায়াত-শিবিরের কর্মী আটক

গাইবান্ধা প্রতিনিধি : নাশকতার প্রস্তুতির সময় গাজীপুর মহানগরী থেকে জামায়াত-শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মহানগরীর বাসন থানার তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক।

গ্রেপ্তাররা হলেন- সদর থানার সামন্তপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৩), মহানগরীর ভোগড়া জুম্মাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জোবায়ের (১৯), গাইবান্ধার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের আবদুল মাবুদের ছেলে গাজীপুরের দক্ষিণ সালনা গ্রামের তাসলিমার বাড়ির ভাড়াটিয়া মো. মাজদার রহমান (৩৫) ও খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকষ্ঠপুর গ্রামের শামসুর রহমানের ছেলে গাজীপুরের বাংলাবাজার এলাকার নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. রহমত আলী (৩৩)। অন্য পাঁচজন কিশোর।

ওসি আবু সিদ্দিক জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় নাশকতার চেষ্টার সময় নয়জনকে আটক করা হয়। তারা সবাই জামায়াত-শিবিরের কর্মী। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Spread the love