
জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র্যাব-পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির তথ্য কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।
বিজিবির মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে নারায়ণগঞ্চে মোতায়েন করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী রাতেই পাবনা সিরাজগঞ্চসহ বেশ কিছু এলাকায় বিজিবি মোতায়েন করা হবে।