বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নাশফা আকমাম ইলা ডাক্তার হতে চায়

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উপজেলায় মেয়েদের মধ্যে প্রথম নাশফা আকমাম ইলা ডাক্তার হতে চায়।

 

নাশফা আকমাম ইলা বীরগঞ্জ সরকারী বালিক উচ্চ বিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে। সে মেয়েদের মধ্য উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

 

২০১১ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনি পরীক্ষায় ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন হতে অংশগ্রহণ করে মেধা তালিকায় সন্মিলিত ভাবে উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে।

 

ইলা বীরগঞ্জ পৌর শহরের মোঃ আবদে মোনছেফ এবং সাহেরা বানুর কন্যা। ১ভাই ১ বোনের মধ্যে ইলা সবার ছোট। বাবা পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা একজন আদর্শ গৃহিনী।

 

ইলা জানান, প্রতিদিন ৫ঘন্টা পড়াশুনা করে সে। তার সাফল্যে পিছনে পিতা মাতা এবং শিক্ষকদের অবদান স্মরণীয়। সে অবসর সময় কাটে টিভি দেখে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।