
একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, সাধারণের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বুধবার জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেছেন।
নিজামীর বিরুদ্ধে আনীত ১৬টি অভিযোগের মধ্যে ২, ৪, ৬, ১৬ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং ১, ৩, ৭, ৮ নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত বলে আদালত রায়ে উল্লেখ করেন।
এর আগে আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তাকে গত রাতে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ১১ টা ৩ মিনিটে তাকে কাঠগড়ায় তোলা হয়।
গত ২৪ জুন অসুস্থার কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে না পারায় তার বিরুদ্ধে রায় ঘোষণা আবারও অপেক্ষমান (সিএভি) রাখা হয়। ট্রাইব্যুনালনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে এটিই হবে প্রথম এবং মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের ১০ম রায়।