
দিনাজপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী আপরাধের মামলায় ফাঁশির রায় ঘোষনা হওয়ায় দিনাজপুর শহর আওয়ামীলীগের সন্তুষ্টি ও উলাস প্রকাশ।
গতকাল বুধবার দিনাজপুর শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ সকাল থেকে শহরের হাসপাতাল মোড়ে অবস্থান কর্মসূচী পালন করে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী আপরাধের মামলায় রায়ে নিজামীকে ফাঁশির রায় ঘোষনা করায় তাৎক্ষনিকভাবে দিনাজপুর শহর আওয়ামীগের নেতৃবৃন্দ সন্তুষ্টি ও উলাস প্রকাশ করে। এসময় শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, শহর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ মনজুর আহমেদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এম শামীম আলম সরকার বাবু, এনাম উলাজ জেমি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ওয়ারেসুল হক রঞ্জু, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিম, প্রচার সম্পাদক মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আরমান আলী আলম, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার শিউলি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মইনুল ইসলাম, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সোহেলি শাহরিয়ার ছবি, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান বিপব সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উলেখ্য রেকর্ড ৩ বার অপেক্ষমান রাখার পর অবশেষে ২৯ অক্টোবর ঘোষনা করা হয় জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী আপরাধের মামলার রায়। তিনি মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র সংঘের পূর্ব পাকিস্তান শাখার প্রধান ছিলেন। মক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর প্রধান নিজামীর বিরুদ্ধে হত্যা, লুট, ধ্বর্ষণ, উসকানী ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মত ১৬টি অভিযোগ আনা হয়েছে।