বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নিজামীর ফাঁসি দ্রুত কার্যকর করতে ছাত্রলীগ হাবিপ্রবির বিক্ষোভ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে ছাত্রলীগ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় (হাবিপ্র)) শাখার উদ্যোগে আনন্দ ও হরতাল বিরোধী মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুরে হাবিপ্রবি ক্যাম্পাসে এক বিশাল মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারণ সম্পাদক অরম্নন কান্তি রায় সিটন। মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হাবিপ্রবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রনেতারা বলেন, নিজামী ও তার দোসররা মুক্তিযুদ্ধের সময় এ দেশের বুদ্ধিজীবীসহ হাজার হাজার মানুষের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও গণ হত্যাসহ ধ্বংসজ্ঞ চালিয়েছে এবং দেশের অসংখ্য মা-বোনের ইজ্জত হনন করেছে। তাই দেশবাসী নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চায়।

Spread the love