বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নিরক্ষরদের স্বাক্ষর শেখাতে পার্বতীপুরে জ্বলে উঠলো ‘শুকতারা’

দিনাজপুর প্রতিনিধি : দেশকে নিরক্ষর মুক্ত করার লক্ষ্য নিয়ে পার্বতীপুরের মন্ডল পাড়া গ্রাম থেকে যাত্রা শুরু করলো ‘শুকতারা’ নামের একটি পাইলট প্রকল্প। সফলতা এলে নিরক্ষর মানুষদের স্বাক্ষরতা শেখাতে সারা দেশে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি। গতকাল মঙ্গল বিকেল সোয়া ৫টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করেন, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার। আফাজ উদ্দীন স্মৃতি সংসদ এর আয়োজনে গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে মন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী ২০১৫ সালের মধ্যে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলাকে নিরক্ষর মুক্ত করা হবে। মন্ডল পাড়া গ্রামের ১৮৫ জন নিরক্ষর নারী পুরুষকে নিয়েই যাত্রা শুরু হল শুকতারা। স্বেচ্ছাসেবী হিসেবে প্রকল্পে কাজ করবেন গ্রামের শিক্ষিত যুব সমাজ ছাড়াও ছাত্র-ছাত্রী ও আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা। নিরক্ষরদের স্বাক্ষর জ্ঞানের পাশাপাশি স্যানিটেশন, পরিস্কার-পরিচ্ছন্নতা, প্রাথমিক চিকিৎসা বিষয়ে শিক্ষা দেওয়া হবে। পর্যাক্রমে প্রতিটি ওয়ার্ডে করা হবে কম্পিউটার ক্লাব। পরে তিনি ওই গ্রামের ছপুরা (৭৫) ও মাবুদ (৮২) নামের দুই নিরক্ষর ব্যাক্তিকে নিজ হাতে স্বাক্ষর করতে শেখান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান সমিতির সভাপতি কৃষিবিদ নুর মোঃ রাজা, প্রেস ক্লাব ও ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, শিক্ষা অফিসার মকবুল হোসেন, অধ্যক্ষ আবুবক্কর ছিদ্দিক, আঃ রাজ্জাক সরর্দার, ওসি মাহমুদুল আলাম প্রমুখ।

Spread the love