দিনাজপুর প্রতিনিধি : ফিলিস্তিনী অসহায় জনগনের উপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলায় শত শত অসহায় নারী ও শিশুর মৃত্যুর প্রতিবাদে গতকাল বুধবার দিনাজপুর কোতয়ালী জাগপার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।
কোতয়ালী থানা জাগপার সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা জাগপার সাধারন সম্পাদক শাহজাহান খোকন। বক্তব্য রাখেন, জেলা জাগপার সহ-সভাপতি ও মজদুর লীগের সভাপতি মাহবুব আলম ননী, সহ-সাধারন সম্পাদক ইসতাকুল আলম, কোতয়ালী জাগপার সাধারন সম্পাদক মোঃ খলিল,সহ-সভাপতি মোঃ হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র রায়, আব্দুল মান্নান ও অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব জাগপার সভাপতি ইমরম্নল কয়েস রুপম। বক্তারা বলেন, ইহুদী নাছারা ইসরাইলী বাহিনী মানবাধিকার লংঘন করে ফিলিস্তিনী জনগনের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। প্রতিদিন শত শত নারী-পুরম্নল ও শিশু মৃত্যু বরন করছে। সারা বিশ্বের বিবেক আচ কোথায় হারিয়ে গেছে। মার্কিন সম্ম্রাজ্যবাদ আজ তামাসা দেখছে মুসলিম নিধনের। মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে ফিলিসিত্মনীদের উপর হামলা বন্ধের জোর দাবী জানানো হয়। নতজানু আওয়ামী সরকার এই মুসলিম নিধনেরও জোড়ালো প্রতিবাদ করতে সাহস পায়না। ইসরালী বাহিনী নিরস্ত্র ফিলিসত্মনীদের উপর হামলা বন্ধ না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।