২৩ মার্চ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বোচাগঞ্জ উপজেলা
নির্বাচন। গোটা বোচাগঞ্জ উপজেলায় সেনাবাহিনী,
বিজিবি, র্যাব পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।
নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে করার জন্য নির্বাচন
কমিশন কর্তৃক ৩৭টি কেন্দ্রে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেষ মহুর্তেও বোচাগঞ্জ
উপজেলায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সব
হিসেবে নিকেষ শেষ এখন শুধু চুড়ান্ত ফলাফলে অপেক্ষ
মাত্রা। ইতিমধ্যে গত কয়েক দিনে চেয়ারম্যান, ভাইস
চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা
ব্যাপক গনসংযোগ করে সাধারন ভোটারদের মন জয়
করার চেষ্ঠা করেছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফরহাদ হাসান চৌধুরী
(দোয়াত কলম), ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থী
ফয়জুল আলম বাবলূ চৌধুরী (মোটর সাইকেল),
এডভোকেট জুলফিকার হোসেন (আনারস) ও বীরভদ্র
রায় (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বিন্দ্বিয় রয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীর ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগে
সমর্থিত মিজানুর রহমান মহুরী (টিয়া), জামায়াত
সমর্থিত মাওলানা মো. আমিনূল হক (মাইক), স্বতন্ত্র মো.
হোসেন মোল্লা (তালা), আজিজুল হক চৌধুরী (চশমা)
বিপ্লব কুমার ধর বিপু (টিউবওয়েল), মহিলা ভাইস
চেয়ারম্যান পদে আওয়ামীলীগে সমর্থিত পুতুল রানী রায়
(হাঁস), ১৯ দলীয় জোট সমর্থিত মোছাঃ নাজমুন নাহার
মুক্তি (কলস), সতন্ত্র প্রার্থী মোসলেমা বেওয়া (সেলাই
মেশিন) ও ফাতেমা খাতুন (ফুটবল) প্রতিক নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা
রেখে ১৯ দল সমর্থিত জামায়াতের প্রার্থী মাওলানা
আমিনূল হককে পূর্ণ সমর্থন জানিয়ে ভাইস চেয়ারম্যান
পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এম, ওয়ালী
ফ্লাড। বোচাগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৬টি
ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার সংখ্যা
১ লক্ষ ৬ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫২
হাজার ৭৮৮ জন, নারী ভোটার ৫৩ হাজার ৩০৭ জন।
মোট কেন্দ্র ৩৭ টি।