
বেলাল উদ্দিন : দিনাজপুর শহরের রামনগর মামুনের মোড় (নূরন্নবী জামে মসজিদ সংলগ্ন) নিবাসী আমুল হোসেনের স্ত্রী মানষীক ভারসাম্যহীন রোগী মোছাঃ সেলিনা খাতুন (৩৩) প্রায় ১ সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তার বড় পুত্র মোঃ সেলিম জানায়, তার মা সেলিনা খাতুন ২০ নভেম্বর আনুমানিক সকাল সাড়ে ১০ টায় বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তারপর অদ্যাবধি বাড়িতে ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পর তার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে তার ভাগ্নে মোঃ সাগর হোসেন এই ব্যপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে। ডায়েরী নং-১২৮১ তাং-২৬/১১/১৪। ডায়েরীর সূত্রে জানা যায় সেলিনার গোল গাল চেহেরা, মোটা ও বেটে দৈহিক গঠন, চুল ও চোখ কালো, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল প্রিণ্টের সালোয়ার কামিজ। সে বাংলা ভাষায় কথা বলে। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে মোঃ সাগর হোসেন, রামনগর মামুনের মোড়, মোবাইল নং-০১৯১৮০০২২৫১ অথবা দিনাজপুর কোতয়ালী থানায় খবর দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ