বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনী সংঘর্ষ সাদুল্যাপুরে ২ হাজার অজ্ঞাত আসামি করে ১২ টি মামলা

bpমাহাবুবা পলাশ বীথি, সাদুল্যাপুর :

দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে সাদুল্যাপুর উপজেলার ২৭ ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় অজ্ঞাত প্রায় ২ হাজার জনকে আসামি করে পৃথক ১২ টি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ১২ কেন্দ্রের প্রিজাইটিং অফিসার বাদি হয়ে মঙ্গলবার রাতে ওই মামলা দায়ের করেন।

 

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, নির্বাচনের আগের দিন রাতে ও নির্বাচনের দিন কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও বক্র ছিনতাই অগ্নিসংযোগ এবং সরকারী কাজে বাধা প্রদানের অপরাধে ছান্দিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার আনিছার রহমান, দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার আশাদুজ্জামান, খোর্দ্দকোমরপুর হাইস্কুল কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার শহিদুল ইসলাম, দামোদরপুর নিমণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার এনামুল হক, রসুলপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার আবু সাইদ, কুঞ্জমহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার শফিকুল ইসলাম, পাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার মোসত্মাফিজার রহমান, বোয়ালীদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার শাহিনুর রহমান, তাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার সাবদার রহমান, চকভগবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার ফরিদ আহমেদ, কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার আবদুল মান্নান আকন্দ ও নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার আহসান হাবিব বাদি হয়ে প্রত্যেক মামলায় ১শ’ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন।

 

উলেস্নখ্য- সাদুল্যাপুর উপজেলার মোট ৬৭ কেন্দ্রে মধ্যে ২৭ কেন্দ্র ভাংচুর, আগুন, ব্যালট পেপারে আগুনসহ নিবাচনী উপকরণ পুড়িয়ে ফেলে নির্বাচন বিরোধীরা। এ কারণে ২৭ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আগামী ১৬ জানুয়ারী ২৭ কেন্দ্রে পুন:নির্বাচন হবে বলে জেলা রিটার্ণিং কর্মকর্তা সুত্রে জানা গেছে।

Spread the love