রানীশংকৈল প্রতিনিধিঃ রানীশংকৈল প্রেস ক্লাবে নির্বাচনী তফসিল ঘোষনা না হলে ও নির্বাচনী হাওয়া বইছে সাংবাদিকদের মাঝে । গল্প গুজব চলছে এক সাংবাদিক আরেক সাংবাদিককের দেখা হলে ।
প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সভাপতি পদে ভোরের কাগজ ও লোকায়ন প্রতিনিধি মোঃ মোবারক আলী। ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম। সম্পাদক পদে করতোয়া প্রতিনিধি মোঃ বিপ্লব বজ্র কণ্ঠ প্রতিনিধি কুশমত আলী । আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ। জনমত প্রতিনিধি রেজাউল করিম প্রধান। নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন জীবন।
এদিকে যায়যায়দিনের প্রতিনিধি জিয়াউর রহমান (জিয়া) জানায়- নির্বাচনে অংশ গ্রহনের ইচ্ছে ছিল, কিন্তু তার মনোনিত প্রার্থী অংশ গ্রহণ করায় সে কোন পদে অংশ গ্রহণ করবে না বলে মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য গত ১৫ নভেম্বর রানীশংকৈল উপজেলায় দু’ প্রেসক্লাব ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে একিভুত হয়। এসময় উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকিকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি ৩ মাসের মধ্যে একটি অবাধ ও নিরোপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরি করে রাণীশংকৈল বাসীর কল্যাণ কামনায় এগিয়ে আসবে ।