বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচনের ট্রেন মিস করেছে বিএনপি

 01552601805_20130515082133বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দেয়া হবে।’তিনি বলেন, ‘বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে, চলবে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। নির্বাচনের পরেও আলোচনা হবে। আলোচনা ফলপ্রসূ হলে প্রয়োজনে সংসদ ভেঙ্গে দিয়ে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিএনপি না আসায় নির্বাচনের ট্রেন মিস করেছে।
শেখ হাসিনা বলেন, হরতাল-অবরোধ, জনগণকে পুড়িয়ে মারা ও গাছ উপড়ে ফেলা বন্ধ করুন। বিরোধী দলের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না করলে সরকার জনগণের জীবন ও সম্পদ রক্ষায় বিরোধী দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। হুঁশিয়ার করে দিয়ে তিনি আরো বলেন, জনগণের জানমাল রক্ষায় আমরা প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবো।

 

Spread the love