বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয়
কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা কমিটির
সদস্য কমরেড মঞ্জুরুল আহসান খান বলেছেন,
আমরা নীতির প্রশ্নে কোন আপোষ করিনি। এক
তরফা নির্বাচনে অংশ না নেয়ায় সরকার হুমকি
ধামকি দিচ্ছে । বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির ৬৬
তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা
শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে
আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,
আমরা কোন পুরস্কার চাই না, আমাদের
অধিকার চাই। জামায়াতের বিরুদ্ধেও আমাদের
আন্দোলন চলবে। সরকারকেও জামায়াতের
সাথে গোপন সম্পর্ক ছিন্ন করতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদ্যুতের
দাম আবারো বাড়ানো হচ্ছে। সিষ্টেম লসের নামে
চুরি বন্ধ করতে না পারায় এ দায় সাধারণ
মানুষের উপর এসে পড়ছে। অবৈধ সংযোগের
নামে গ্যাস লুট হচ্ছে এবং কৃষক আলুর দাম পায়
না। সেই সাথে তাঁত শিল্পও ধ্বংস করা হচ্ছে। এতে
দেশের বহু শ্রমিককে বেকার হয়ে পড়েছে। স্থানীয়
বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে আয়োজিত
সমাবেশে জেলা সিপিবির সভাপতি মোনোয়ারুল
ইসলাম খোকার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, ডা. আশরাফুল ইসলাম, ইসমাইল
হোসেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ,
রেজাউল করিম সূর্য, নব কুমার কর্মকার প্রমুখ।