মো: আব্দুর রাজ্জাক, দিনাজপর প্রতিনিধিঃ
জাতীয় গৃহায়ন অধিদপ্তর দিনাজপুর ডিভিশনাল নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছে ঠিকাদার।
ঠিকাদার মোস্তফা কামাল গতকাল ৩ মে শনিবার লিখিত আবেদনে উলেখ করেছেন যে, গত ২৯ এপ্রিল মঙ্গলবার জাতীয় গৃহায়ন দিনাজপুর ডিভিশনাল অফিসে টেন্ডার নং-এনএইচএ/দিনাজ/আরডবিউ-০৩(২০১৩-২০১৪), টেন্ডার প্যাকেজ নং- এনএইচএ/দিনাজ/আরডবিউ-০৩(২০১৩-২০১৪) গ্রুপ-০১ (লট নং ১-৯) এবং গ্রুপ-০২ (লট নং ১-১০) ক্রয় করে বিডি সম্পন্ন করে তিনিসহ মেসার্স এস এম খালেকুজ্জামান রাজু, মাহী এন্টারপ্রাইজ, মেসার্স মমিনুল হাসান, মো. লিয়াকত আলী, মো. হামিদুর রহমান, সৈয়দ আবুল কালাম আজাদ, মো. সালিউর রহমান, মেসার্স আকবর আলীসহ ঠিকাদাররা সকাল সাড়ে ১১টায় দাখিল করতে গেলে কিছু অসাধু ব্যক্তি জোর পুর্বক টেন্ডারগুলি ছিনতাই করে নেয় বলে ঠিকাদার মোস্তফা কামাল অভিযোগে উলেখ করেছেন। তিনি আরও উলেখ করেছেন যে, সে সরাসরি নির্বাহী প্রকৌশলী কাজী ফজলুল করিম’র অফিস কক্ষে প্রবেশ করে টেন্ডার দাখিল করতে গেলে দাখিলে বাধা দেন এবং বলেন, টেন্ডার গ্রহণ করা হবে না, আপনি আমার বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ ছাপাবেন, না প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন, আরো কিছু করার থাকলে করতে পারেন। অনুরুপভাবে অন্যান্য ঠিকাদারদের টেন্ডার গ্রহন না করে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেন বলে তিনি অভিযোগে উলেখ করেছেন। নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে ও বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ফোর্স উক্ত ঘটনার কোন প্রতিবাদ বা তাদের দায় দায়িত্ব পালন করেন নি বরং নিরব ভুমিকা পালন করেন বলে তিনি অভিযোগে উলেখ করেছেন। ঠিকাদার মোস্তফা কামাল চেয়ারম্যান’র নিকট বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেন্ডারটি পুনরায় দেয়ার জন্য বিশেষভাবে জোর দাবী জানিয়েছেন।