সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নির্যাতনের শিকার গৃহবধু এখন দিমেক হাসপাতালে

দিনাজপুর প্রতিনিধি : নির্যাতন, ও নিপীড়নের শিকার হয়ে গৃহবধু জান্নাতুন (২৬) এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভীমপুর গ্রামে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আহত জান্নাতুন জানান, ৩ সন্তানের জনক ও জননী আমরা। স্বামী আনারুল (৩০) কে নিয়ে সুখে সংসার চলছিল। বিয়ের পর থেকেই শ্বশুড়, শাশুড়ী, দেবর ও ননদ স্বার্বক্ষনিক আমার স্বামীকে কু-পরামর্শ দিয়ে আসছে। স্বামী আনারুল তাদের পরামর্শে আমাকে শাররিক ও মানষিক নির্যাতন করে। এমনকি স্বামীর সাথে সাথে পরিবারের লোকজন আমাকে নির্মমভাবে অত্যাচর করে। গত ৩ অক্টোবর কোন কারন ছাড়াই স্বামী ও পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আমাকে বেধম প্রহার করে। আমাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপে­ক্স হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটলে গত ১০ অক্টোবর শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।