বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিলো বিএসএফ

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা পাচঁবিবি উপজেলায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক জনি ইসলাম (৩০) এর লাশ ২ দিন পর হিলি চেকপোষ্ট দিয়ে ফেরত দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে স্থানীয় বিজিবি ও থানা পুলিশের কাছে বিএসএফ লাশ হসত্মামত্মর করে।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি থানার উপ-পরিদর্শক সাত্তার সিং, টাসি শ্রিকারা ও বিএসএসফের পক্ষে মুথুরাপুর ক্যাম্প কমান্ডর বংশিনাথ বিষনু প্রতাব বাংলাদেশের পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডর আব্দুল মান্নান ও পাচঁবাড়ী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলামের নিকট নিহত বাংলাদেশী যুবক জনি ইসলাম (৩০) এর লাশ বিএসএফ হস্তান্তর করে।

পরে পাচঁবিবি থানা পুলিশ নিহতের পরিবারকে রাতেই লাশ হসত্মামত্মর করে। ও গতকাল বুধবার সকালে তার পরিবার দাফন কাজ সম্পন্ন করে।