বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নীতিমালার অভাবে উত্তরবঙ্গে বাড়ছে তামাক চাষ, চলছে আইনের লঙ্ঘন

মোঃ লিহাজ উদ্দীন মানিক, পাবলিক প্লেস ও গণ পরিবহনে প্রকাশ্যে ধূমপান করছে ধূমপায়ীরা। আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ হলেও মানছে না কেউই। সকল পাবলিক প্লেস, পাবলিক পরিবহন ও কর্মক্ষেত্রে ‘ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাসিত্মযোগ্য অপরাধ’ লিখা সম্বলিত নোটিশ লাগানোর নিয়ম থাকলেও মানছে না খোদ সরকারী কর্মকর্তারা।

 

এদিকে তামাক চাষের নীতিমালার অভাবে নীলফামারী, লালমনিরহাটসহ বিভিন্ন এলাকায় বাড়ছে তামাক চাষ। তামাক কোম্পানীর আগ্রাসনে সরকারের ভর্তুকীকৃত সার ব্যবহার হচ্ছে তামাক চাষে। আইন প্রয়োগের দুর্বলতার কারনে এমনটি হচ্ছে বলে মনে করেন তামাক নিয়ন্ত্রনে কর্মরত বেসরকারী সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র কর্মকর্তরা।

 

গত শনিবার সৈয়দপুরে এসিডি ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন আয়োজিত মিডিয়া এ্যাডভোকেসি সভায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায়োগিক অবস্থা বিবেচনায় এসিডি পরিচালিত জরিপের তথ্য উল্লেখ করে বক্তারা এসব কথা বলেন।

 

তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশসন সদস্য আকমল সরকার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুলতান মাহবুব, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এমআর আলম ঝন্টু, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, করতোয়া ও কালেরকন্ঠ প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, ভোরের কাগজ ও বাংলাদেশ প্রতিনিধি জিকরুল হক, দৈনিক নীলফামারী বার্তার প্রতিনিধি ওমর ফারুক, মানবজমিন প্রতিনিধি এমএ করিম, ইত্তেফাক প্রতিনিধি আমিরুজ্জামান, দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান মিলন, ইনকিলাব প্রতিনিধি নজির হোসন নজু, আমাদের সময় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, ভোরের ডাক প্রতিনিধি এম আর মহসিন, সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক শওকত হায়াত শাহ, নীলসমাচার এর নির্বাহী সম্পাদক ওবায়দুল ইসলাম, সাপ্তাহিত সাফ জবাব এর নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, সাপ্তাহিক মানবসমস্যার সম্পাদক মো: নজরুল ইসলাম, সাপ্তাহিক নীলফামারীর চিত্রর সম্পাদক মো: মকসুদ আলম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আলমগীর হোসেন, সাপ্তাহিক নীলসাগরের হিরা শর্মা, ঠাকুরগাঁও সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়ের বোদা দৈনিক করতোয়া প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিক প্রমুখ।

 

তারা বলেন, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের ফলে দেশে প্রতিবছর ৪ কোটি ২০ লাখ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। আইনের প্রতি সচেতনতা অধূমপায়ীদের অধিকার রক্ষা করবে, স্বাস্থ্য সম্মত পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

 

মূল প্রবন্ধে বৃহত্তর দিনাজপুর তথা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের পাবলিক পেস্নসের তথ্য তুলে ধরা হয়। জরিপের ফলাফলে দেখা যায়, বৃহত্তর দিনাজপুরে শতকরা ১৩ টি হোটেল ও রেস্টুরেন্টে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে, শতকরা ৬৬ ভাগ ক্ষেত্রে সতর্কীকরণ নোটিশ পাওয়া গেলেও কোথাও আইন অনুযায়ী সঠিক তথ্য সম্বলিত সাইনেজ ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রন আইন প্রয়োগের অবস্থা অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় খুব একটা ভাল না, শতকরা ৪৫ ভাগ প্রতিষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক তথ্য সম্বলিত সতর্কীকরণ নোটিশ পাওয়া যায়নি। ৫০টি হাসপাতাল ক্লিনিকের জরিপে শতকরা ১৭ টি প্রতিষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে এবং সরকারী হাসপাতাল গুলোতে এর পরিমান বেশী। এ ক্ষেত্রেও শতভাগ সঠিক তথ্য সম্বলিত সতর্কীকরণ নোটিশ পাওয়া যায় নি। ৫২ টি কর্মক্ষেত্রে জরিপ করা হয় এবং জরিপের তথ্য দেখা যায় শতকরা ২৫ ভাগ ক্ষেত্রে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে। ৪৬ টি পরিবহনের বিল্ডিং, কাউন্টার, রেলস্টেশন, বাসটার্মিনাল এর মধ্যে ৫০ ভাগ ক্ষেত্রে ধূমপান করতে দেখা গেছে এবং অধিকাংশ জায়গায় সর্তকতামূলক সাইনেজ নেই। রেলওয়েস্টেশন প্লাটফরম ও বাস টার্মিনালের ভিতর প্রকাশ্যে সবচেয়ে বেশী ধূমপান করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার সামনে আইন ভঙ্গ করলেও কোন ব্যবস্থা নেয়া হয় না। আর এই কারনে পরিবহন সেক্টরে সবচেয়ে বেশী আইন অমান্য করা হয়। জরিপে গত পাঁচ বছরে তথ্য উল্লেখ করে বলেন, লালমনিরহাট সবচেয়ে তামাক প্রবন এলাকা এবং নীলফামারীরর স্থান তৃতীয়। অথচ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন অনুসারে তামাক চাষকে নিরুৎসাহিত করার কথা থাকলেও তামাক কোম্পানীর আগ্রাসনের কারনে আইন লঙ্ঘন হচ্ছে। সাধারনের ভাষ্যমতে নীলফামারীতে তামাক চাষ বাড়লেও সরকারী হিসেবে তামাক চাষ অল্প কিছু কমেছে। তামাক চাষের কারনে জমির উর্বরতা হ্রাস পাওয়া, সাথী ফসলের বিলুপ্তি, মাছের ক্ষতি হওয়া, স্বাস্থ্য ক্ষতি, পরিবেশের ক্ষতি সহ বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে।

 

কৃষি সম্প্রসারনের অধিদপ্তরের তথ্য এ বছর লালমনিরহাটে ১১৫০০ হেক্টর, নীলফামারীতে ৪৩৮৫ হেক্টর ও রংপরে ২১৩০ হেক্টর জমিতে তামাক চাষের তথ্য পাওয়া গেলেও অসমর্থিত সূত্র মতে বাস্তবে এই সংখ্যা প্রায় দ্বিগুন অর্থাৎ প্রায় দ্বিগুন জমিতে তামাক চাষ হয়ে থাকে বলে দাবী করেন। অথচ তামাক নিয়ন্ত্রন আইনের এক বছর পার হয়ে গেলেও তামাক চাষের আজও নীতিমালা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষের শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার, পায়ের পচন ইত্যাদি বিভিন্ন ধরণের জটিল রোগে আক্রামেত্মর সংখ্যা অন্যান্য এলাকার তুলনায় বেশি। এর মূল কারণ তামাক ও তামাকজাত দ্রব্যের অধিক ব্যবহার। তামাক ও তামাকজাত বিশেষত: বিড়ি জর্দ্দা গুল ফ্যাক্টরীতে ১৮ বছরের নিচের শিশুদের হরহামেশায় ব্যবহার করা হয়। যদিও এই সকল কারখানায় শিশু শ্রমিকদের ব্যবহারের কোন দালিলীক প্রমান নেই, কেননা কারখানা কর্তৃপক্ষ তাদের শ্রমিক হিসেবে রেজিস্টার্ড করায় না।

জরিপে বলা হয়, আইন সম্পর্কে অজ্ঞতা, প্রচারের অভাব, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অনীহা বা কম গুরুত্ব দেয়া, প্রয়োজনের তুলনায় অপ্রতুল মোবাইল কোর্টের সংখ্যার ফলে আইনের ব্যাপক লঙ্ঘন হচ্ছে এবং পরোক্ষ ধূমপান অব্যাহত রয়েছে। তবে, ধূমপান বা তামাক যেহেতু সকল মাদকের দার, তাই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।