মো. জাকির হোসেন, রংপুর ব্যুরো চীফ ; নীলফামারীর কিশোরীগঞ্জে জয়নাল আবেদীন (৫৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার রনচন্ডি ইউনিয়নের পশ্চিমপাড়ার একটি বাঁশঝাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধ গ্রামের মৃত বরকত উল্লাহর ছেলে এবং ৫ সন্তানের জনক। মস্তিস্ক বিকৃতির কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার জানায়। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।
Please follow and like us: