
মো. জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে নিরাপদ সড়ক চাই জেলা কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা কমিটির আহবায়ক মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এসময় বক্তৃতা দেন কমিটির উপদেষ্টা আহসান রহিম মঞ্জিল, যুগ্ন আহবায়ক পরিতোষ রায়, সদস্য সচিব রাসেল আমীন স্বপন প্রমুখ।বক্তারা নিরাপদ সড়কের জন্য বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের অধিক সতর্কতা অবলম্বনের প্রতি গুরম্নত্বারোপ করেন।