
মাহাবুবুর রহমান খান : আগামী ২৩ অক্টোবর নীলফামারীতে বিএনপির চেয়ারপার্সন ২০ দলীয় ঐক্যজোট নেত্রী বেগম জিয়ার জনসভা সফলের লক্ষ্যে দিনাজপুরে জাগপার মিছিল করেছে।
আজ রোববার বিকেল ৪টায় স্থানীয় রেলওয়ে স্টেশন চত্বর হতে জাগপা সভাপতি ও ২০ দলীয়জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ করে। মিছিলে জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান, দিনাজপুর জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খোকন, জেলা ন্যাপের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম, শহর যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবজাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জাগপা ইশতিয়াকুল আলম, আবুল কালঅম আজাদ, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগম, জাগপা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, রম্নবেল ইসলাম, মোঃ শফিকসহ অন্যান্য নেতৃকর্মী অংশগ্রহন করেন।