মো. জাকির হোসেন : নীলফামারীতে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে (২৭ অক্টোবর) সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টার সাটানোর সময় জেলা শহরের ডিসির মোড় নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের সিঙ্গিমারী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল জলিল (১৮) ও রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুর রাজ্জাকাক (১৯)।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, রাত চারটার দিকে জেলা শহরের ডিসির মোড়ে বিভিন্ন দেয়ালে সরকারের বিরুদ্ধে উস্কানীমূলক ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের মুক্তির দাবিতে পোস্টার সাটানোর সময় টহল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তারা শিবিরে সক্রিয় কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে প্ররিরোধ মূলক আইনে তাদেরকে নীলফামারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।