মো. জাকির হোসেন : নীলফামারী উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের কাছে অসহায় শিক্ষার্থীসহ অভিভাবকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ওই বিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয় ৫ লাখ ১৩ হাজার টাকা। প্রতি বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীর টাকা উপস্থিত শিক্ষার্থীদের টাকা কম দিয়ে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বরত ব্যাংক কর্মকর্তারা।
শুক্রবার (২২ জুলাই) সরেজমিনে উপজেলার সুবর্ণখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির বিতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ব্যাংক প্রতিনিধিরা টাকা বিতরণ করছেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের দেখে শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেন এখানকার প্রধান শিক্ষক সামসুজ্জামান প্রতি শিক্ষার্থীর নিকট ৫০০ টাকা করে কেটে নিচ্ছেন। টাকা কেটে নেওয়ার বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীরা ক্লাসে অনিয়মিত আসায় তাদের এ টাকা কেটে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা নিয়মিত স্কুলে ক্লাস করেছে এবং বার্ষিক পরীক্ষায় শতভাগ পাস করেছে।
টাকা বিতরণকালে নীলফামারী জনতা ব্যাংকের পাঠানো কর্মকর্তা সুমন রায় দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাননি সেখানকার অভিভাবকরা।