
জিন্নাত হোসেন – নুরন নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেছেন, আমার জীবনের সায়াহ্নে এসে উপস্থিত হয়েছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার সন্তান সমাজের সুবিধা বঞ্চিত আদিবাসী শিক্ষাথীদের জন্য কিছু করছে, এটা দেখে ভাল লাগছে। আমি আশা করব আমার সন্তানেরা সমাজের সকল স্ত্তরের সুবিধা বঞ্চিতদের জন্য সাধ্যমত সব কিছু করবে। এ দোয়াই আমি সৃষ্টিকর্তাসহ সকলের কাছে প্রার্থনা করছি।
০৮ অক্টোবর বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ নুরন নাহার ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে প্রথম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরন নাহার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্রাচার্য্য বলেন, সমাজ বিনির্মানে দেশের প্রতিটি নাগরিকেরই দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই নুরন নাহার ফাউন্ডেশন যেভাবে সমাজের সুবিধা বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শুরু করেছে এভাবে সমাজের যার যতটুকু সামর্থ রয়েছে আমরা সবাই যদি সেটুকু দিয়েই সমাজের কল্যানে এগিয়ে আসি তাহলে দেশ সত্যিকার অর্থে উপকৃত হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে নুরুন নাহার ফাউন্ডেশন এর নির্বহী পরিচালন মোঃ নাজির হোসেন নাজু স্বাগত বক্তব্যে বলেন, আমরা শুধু নিজেরাই সামনের দিকে এগিয়ে গেলাম আর সমাজের সুবিধা বঞ্চিতরা পিছে পড়ে থাকলে আমাদের কোনই সার্থকতা নেই। যদি আমরা সকলে মিলে সামনের দিকে এগিয়ে যাই তাহলেই আমাদের প্রকৃত সার্থকতা। এ লক্ষকে সামনে রেখে আমি আমার বিবেক ও সামাজিক দায়বদ্ধতার কারনে আমার মায়ের নামে নুরন নাহার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে প্রথম বারের মতো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান। এ ভাবে প্রতি বছর এ ফাউন্ডেশনের উদ্যেগে আদিবাসী গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুখসানা বেগম, অবসর প্রাপ্ত অধ্যাপক দিনেন্দ্র চন্দ্র বৈশ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সদস্য সচিব বিধান চক্রবর্তী বাসু, নর্দান আদিবাসী সমিতির চেয়ারম্যান ফাবিয়ান মন্ডল, জেলা জাতীয় পার্টির নেতা মোঃ শফিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈকত পাল।