
বুকে ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’ এবং পিঠে ‘গণতন্ত্রের মুক্তি চাই’ শ্লোগান লেখা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন নূর (১৮) নামে এক প্রতিবাদী যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে যুবকটিকে আটক করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৯৯০সালে এরশাদ বিরোধী আন্দোলনে নুর হোসেন তার শরীররে স্বৈরাচার নিপাক যাক, গণতন্ত্র মুক্তি শ্লোগান লিখে রাজপথে বেড়িয়ে আসলে পুলিশ তার উপর গুলি চালায়। তিনি গণতন্ত্রের জন্য শহীদ হন।