সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নেইমারের ৪ গোলে ব্রাজিলের জয়

বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের আক্রমনে যেন ছিন্নভিন্ন হয়ে গেছে জাপানের রক্ষণভাগ। হ্যাটট্রিকসহ অধিনায়ক নেইমারের ৪ গোলে জাপানকে বিধ্বস্ত করে বিশাল জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল।  এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের দারুন এক জয়ের বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আজ মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে জাপানের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে মাঠে নামে  ব্রাজিল।
অবশ্য খেলার ১৮ মিনিটেই  প্রতিপক্ষের জালে বল জড়ান বার্সেলোনার এ তারকা। মাঝ মাঠের কিছুটা সামনে থেকে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা দিয়েগো তারদেল্লির লম্বা পাসের বল ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দৌড়ে গোলরক্ষককে বোকা বানান নেইমার।

এর পর ম্যাচের ২৩ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল জাপানও। তবে ইউ কোবায়াশির শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। সে কারনে ১-০ গোলে এগিতে থেকেই প্রথমার্ধ শেষ করেন ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের মাঠে নেমেই জাপান শিবিরে আক্রমন শানিত করেন নেইমার। ফলে শুরুতেই ব্যবধান বাড়াতেও সক্ষম হন তিনি। অফসাইডের ফাঁদ ভেঙে কোতিনিয়োর বাড়ানো বল ধরার পর তার সামনে ছিল কেবল গোলরক্ষক। দারুণ ফর্মে থাকা নেইমারকে রোখার সাধ্য ছিল না তার। ডান কোনা দিয়ে বল জালে পাঠিয়ে দেন। একটু পরই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মিরান্দা। তবে তার জোড়ালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানি গোলরক্ষক। অবশ্য ৫৫ মিনিটে ব্যবধান কমানোর একিট সুযোগ হারায় জাপানও। ডান দিক থেকে ওকাজাকির জোরালো ভলি লাগে বারে।
অবশ্য খেলার ৫৯ মিনিটে হ্যাটট্রিকের সহজ একটি সুযোগ নষ্ট করেন নেইমার। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন তিনি। পরক্ষণেই এসে পড়া ডিফেন্ডারদের কাটিয়ে শট নিলেও বল একটুর জন্য দূরে সরে যায়। এর ৩ মিনিট পর কোতিনিয়োর বাকানো শটও একটুর জন্য জালে ঢোকেনি। ৬৯ মিনিটে নেইমারের পাস থেকে তারদেল্লির বদলি হিসেবে নামা রবিনয়েহর শটও বারের পাশ দিয়ে চলে যায়। এর পরের বাকী গল্ল শুধু নেইমারেরই।
খেলার ৭৭ মিনিটে ঠিকই হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। ডি বক্সের মধ্যে থেকে নেয়া কাকার হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। বল পেয়ে যান কতিনিয়ো। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল পেয়ে যান নেইমার। ওখান থেকে বিনা বাধায় বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি তার। এর মাত্র ৪ মিনিট পরই দলের এবং নিজের ৪র্থ গোলটিও পেয়ে যান নেইমার। এ গোলটি দারুণ এক দলীয় আক্রমণের ফল। ডি বক্সের বাইরে থেকে রবিনহোর সাথে বল দেয়া নেয়া করে ডি বক্সের মধ্যে বাঁ দিকে ঢুকে পড়েন কাকা। নেন বাঁ পায়ের দারুণ একটি ক্রস, ছোট ডি বক্সের বাইরে থেকে হেড করে জাপানো কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বার্সা স্ট্রাইকার।

Spread the love