সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নেকমরদ বঙ্গবন্ধু কলেজে নবীন বরণ

রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকে মোঃ জিয়াউর রহমান : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু কলেজে ২৭ অক্টোবর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আ’লীগ সম্পাদক মুহাম্মদ সাদেক কৌরাইশী বলেন, বর্তমান সরকার একটি শিক্ষা বান্ধব সরকার, যা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেয় তাই শিক্ষার্থীরা পড়াশোনায় বেশি মনোযোগী হয়। তিনি আরও বলেন সুশিক্ষাই শিক্ষিত হলে এ সরকারের সময় চাকুরী পাওয়া সহজ। অনুষ্টানে গর্ভনিং বডির সভাপতি আ’লীগ সাবেক সভাপতি গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি মোস্তাক আলম টুলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকি, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আঃ হামিদ। শেষে নবীনদের বরণ করে সাংস্কৃতিক অনুষ্টান মঞ্চায়ন হয়।

 

 

Spread the love