শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : বেসরকারী উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর জেলা সদর-১ ব্রাঞ্চ আয়োজিত শহরের বালুবাড়িস্থ বিশ্বরোড সংলগ্ন অফিস কার্যালয়ে আশার দলীয় নেত্রীদের একদিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। ১০ নভেম্বর সোমবার দিনব্যাপী দিনাজপুর সদর-১ ব্রাঞ্চের অফিস কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর সদর-১ ব্রাঞ্চ আয়োজিত আশার দলনেত্রীদের নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষন দেন প্রধান অতিথি আশা’র দিনাজপুর সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আর এম) মোঃ জিল্লুর বারী। আশা সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। উক্ত কর্মশালায় ২৫ জন দলনেত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দলের বিদ্যমান সমস্যা চিহ্নিতরণ, দলীয় নীতিমালা ও শৃঙ্খলা, নীতি পর্যায়ের রাখতে নেতার ভূমিকা কি এবং সেই ভুমিকা পালন করার কৌশল, নেতার গুনাবলী-আচরণ-করণীয়-বর্জনীয়, দল পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া-নীতিমালা-দায়িত্ব ও কর্তব্য, গ্রাহকদের অধিকার এবং গ্রাহকদের কর্তব্য, ঋণ ও সঞ্চয়ের নিয়মাবলী, সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ, ক্ষুদ্র ঋণ ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা বিষয়ের উপর প্রশিক্ষন দেওয়া হয়। ২০১৪ সালের মার্চ মাস থেকে আশা বাংলাদেশের প্রতিটি জেলায় নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়ে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ১০ নভেম্বর থেকে প্রশিক্ষন শুরু হয়েছে। উলে­খ্য স্বাস্থ্য সচেতনতা সহ বেসরকারী উন্নয়ন সংস্থা আশা আগামী ২০১৫ সালের জন্য ২৫ কোটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী হাতে নিয়েছে।

Spread the love