
৩ দিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমস্টার্ডামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৮টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিজি-১০২৭ নম্বর ফ্লাইটে করে রওনা দেন। ১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে।
ফ্লাইটটি নেদারল্যান্ডসের স্থানীয় সময় রাত ৯টায় রাজধানীর আমস্টার্ডাম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে পৌঁছানোর কথা রয়েছে। আমস্টার্ডামে যাওয়ার সময় প্রধানমন্ত্রী আবুধাবিতে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতি করবেন।
সফর চলাকালে প্রধানমন্ত্রী আগামীকাল ৪ নভেম্বর সরকারি বাসভবন ‘ক্যাটশুইজে’ ডাচ প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে তার রাজপ্রাসাদে সাক্ষাৎ করবেন।
আগামী ৫ নভেম্বর কুরহাওজ হোটেলে একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ ছাড়া সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।
আগামী ৫ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।